যশোর বোর্ডের সার্টিফিকেট সংশোধন করবেন যেভাবে
![]() |
👉 যশোর বোর্ডে নাম ও বয়স সংশোধনের বিস্তারিত আলোচনা👈 "
👉নাম ও বয়স সংশোধনে কি কি ডকুমেন্টস লাগবে নিচে দেওয়া হলো 👇
১। ডিজিটাল জন্ম নিবন্ধন কার্ড
২। পিতা মাতার এনআইডি কার্ড বা পাসপোর্ট ( পিতামাতার নামের ভূলের ক্ষেত্রে)
৩। সমাপনী সনদ ( যদি দিয়ে থাকেন)
৪। নিজের এনআইডি কার্ড বা পাসপোর্ট ( যদি থাকে )
৫। স্কুল বা কলেজ থেকে নাম সংশোধনের প্রত্যয়নপত্র
৬। এফিডেভিড (আক্ষরিক ভুলে প্রযোজ্য নয়)
৭। বয়স সংশোধনের ক্ষেত্রে সিভিল সার্জন কর্তৃক বয়স প্রমানের সনদ
৮। পিতামাতার এসএসসি সার্টিফিকেট ( পিতামাতার নামের ভুলের ক্ষেত্রে) যদি থাকে
এরপর অনলাইনে আবেদন করতে হবে। অনলাইনে আবেদন করতে খরচ হবে ১০০০ টাকা। আবেদনের পর আপনাকে একটি আইডি ও পাসওয়ার্ড দিবে।মাঝে মাঝে বোর্ডের ওয়েবসাইটে গিয়ে চেক করবেন আবেদন কি অবস্থায় আছে। আবেদনের ১০-২০ দিনের মধ্যে last update অপশনে প্রথমে প্রকৃয়াধীন লেখা আসবে। তারপর আরও ২০- ২৫ দিনের মধ্যে অনুমোদিত লেখা আসবে। তারপর আরও ১৫-২০ দিনের মধ্যে print letter option এ নাম সংশোধনের চিঠি আসবে। তখন ওই অপশন গাঢ় নীল কালার দেখাবে এবং লাস্ট আপডেট অপশনে নিষ্পত্তি লেখা দেখাবে।তারপর নাম সংশোধনের চিঠি ডাউনলোড করে নেবেন।
পুরো নাম বা বয়স সংশোধন করতে হলে আপনাকে অবশ্যই মিটিংয়ে ডাকবে।আবেদনে প্রকৃয়াধীন লেখা আসার পর ১ থেকে ২ মাসের মধ্য মিটিংয়ের মেসেজ চলে আসবে। তখন সব ডকুমেন্টস নিয়ে বোর্ডে যেতে হবে। মিটিংয়ে আবেদন অনুমোদিত হবে।তারপর কিছুদিন পরে নাম সংশোধন এর চিঠির মেসেজ আসবে
বিঃ দ্রঃ আবেদনে অনুমোদিত লেখা আসার পর বোর্ডে যেয়ে দ্রুত নাম সংশোধনের চিঠি নেওয়া সহজ। এতে অনেক সময় বাচবে। বোর্ডের ৩১৮ নাম্বার রুমে সাইফুল স্যার অথবা উপসচিবের কাছে যেয়ে শুধু আবেদন আইডি বললেই নাম সংশোধনের চিঠি দিয়ে দেবে।
কারেকশন (আপডেট):
অনুমোদিত লেখা আসার পর ৩১৮ নম্বর রুমে গিয়ে সাইফুল স্যারের কাছে গিয়ে শুধু আবেদন আইডি বললেই এখন আর নাম সংশোধনের চিঠি দেয় না। তার আগে দুইটা ধাপ আছে।
ধাপ ১:
উপসচিব জাহাঙ্গীর স্যারের কাছে যেতে হবে। গিয়ে দেখতে হবে কোন সেকশন অফিসারের কাছে আবেদনটি হোল্ডিং অবস্থায় আছে। তারপর তার কাছ থেকে একটা কারেকশন অর্ডার নিতে হবে। তাতে তার সিগনেচার নিতে হবে।
ধাপ ২:
তারপর এটি নিয়ে তিনতলায় আর্কাইভালে যেতে হবে। সেখানে নূর হোসেন নামে একজন লোক আছে। তাকে ওই কারেকশন অর্ডারটি দিলে উনি প্রবেশপত্র মার্কশিট এবং ট্রান্সক্রিপ্ট এর মূল বই বের করবেন। তারপর সেগুলি নিয়ে ৩২২ নম্বর রুমের টেবিলে নিয়ে রাখবেন। তারপর সংশ্লিষ্ট সেকশন অফিসার ওই বইগুলোতে হাতে কেটে কারেকশন করবেন এবং সিল দিয়ে সাইন করবেন। তারপর তিনি আবেদনটি ক্লোজ করবেন। আবেদন ক্লোজ করার পর আবেদনকারীর মোবাইলে একটি এসএমএস যাবে। তারপর বাইরের সাইবার ক্যাফে থেকে নাম সংশোধনের চিঠি ডাউনলোড করা যাবে। তারপর পরবর্তী স্টেপে প্রসিড করা যাবে।
এরপর চিঠি পাওয়ার পরে আপনাকে ফ্রেশ ডকুমেন্টস এর জন্য আবার আবেদন করা লাগবে অর্থাৎ যে যে সনদ তুলবেন তা আবেদনে সাবমিট করতে হবে। এরপর কম্পিউটার দোকান থেকে মোবাইল ব্যাংকিং অথবা সোনালী ব্যাংক থেকে ফ্রেশ সনদের সোনালী সেবা করবেন। রেজিষ্ট্রেশন কার্ড, সনদ,মার্কসীটে ৬০০ টাকা করে লাগবে।সোনালী সেবায় প্রতিটা সনদে আলাদা সোনালী স্লিপ দেবে। আর হ্যা প্রতিটা সনদের জন্য একেকটা নাম সংশোধনের চিঠি লাগবে। চিঠির ফটোকপি করে রাখবেন যে কয়টা সনদ তুলবেন।এবার বোর্ডে যেতে হবে।
বিঃদ্রঃ উপরের ফ্রেশ ডকুমেন্টস এর কাজগুলো বোর্ডে যেয়ে বোর্ডের পাশের দোকান থেকেও করা যায় এবং বোর্ডের সোনালী ব্যাংকে ও সোনালী সেবা করা যায়।তাই চিঠি পাওয়ার পর সময় নস্ট না করে সোজা বোর্ডে চলে যান মুল সনদ, চিঠি ও ফ্রেশ সনদ তোলার টাকা নিয়ে। এতে সময় বাঁচবে।
বোর্ডে যাওয়ার পর রাসেল ভবনের ৫ম তলায় jsc & ssc এবং ৪র্থ তলায় hsc এর রেজিষ্ট্রেশন কার্ড জমা দিতে হবে। সেখানে লাগবে মুল রেজিষ্ট্রেশন কার্ড, রেজিষ্ট্রেশন কার্ডের সোনালী স্লিপ ও নাম সংশোধনের চিঠি।
বি দ্রঃ রেজিষ্ট্রেশন কার্ড যখন জমা দেবেন তার ঠিক দুই থেকে তিন ঘন্টা পর সংশোধিত কপি দিয়ে দেবে
এরপর ৩য় তলায় ৩২২ নাম্বার রুমে সনদ ও মার্কসীট জমা দিতে হবে। এখানেও নাম সংশোধনের চিঠি, ও সেই সনদের সোনালী সেবার স্লিপ লাগবে
এখানে মিনিমাম তিন থেকে চার ঘন্টা পর সনদ ও মার্কসীট এর সংশোধিত কপি দেবে
বোর্ড থেকে সংশোধিত এডমিট কার্ড (২০১৭ সালের পর থেকে দেবে না, ২০১৭ এর আগের গুলো বোর্ড থেকে দেবে)।২০১৭ এর পর যে স্কুল বা কলেজ থেকে এক্সাম দেসেন সেই স্কুল বা কলেজ থেকে এডমিট কার্ড নিতে হবে
অনেকের নাম সংশোধনের চিঠি আসার পরও দেখা যায় অনলাইনে এখনো সংশোধিত তথ্য দেখাচ্ছে না। তারা ফ্রেশ কপি যেদিন আনতে যাবেন সেদিন ৩তলা বিল্ডিং এর ২য় তলায় সেকশন অফিসারের কাছ থেকে সংশোধন করে নেবেন
ভুলত্রুটি মার্জনীয়🙏
ধন্যবাদ
রাজিন আহম্মেদ
কোনো সমস্যা হলে কমেন্ট অথবা ইনবক্সে জানাবেন।
সকলকে ধন্যবাদ 💝
Comments
Post a Comment